
কর্ণাটকের বাগালকোটে এক অভিভাবক জুটির অসাধারণ সিদ্ধান্ত চারপাশে আলোচনার জন্ম দিয়েছে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও তাদের সন্তান অভিষেকের জন্য আয়োজিত হয়েছে উৎসব। ৬২৫ নম্বরের পরীক্ষায় মাত্র ২০০ পেয়ে একটি বিষয়ে ফেল করলেও, অভিষেকের বাবা-মা এই ‘ব্যর্থতাকে’ স্বাগত জানিয়ে কেক কেটে পার্টির আয়োজন করেছেন। তাদের দাবি, সন্তানের মনোবল ধরে রাখাটাই ছিল লক্ষ্য।
পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই অভিষেকের পরিবারের ঘরে উৎসবের আমেজ। প্রতিবেশীদের ডেকে খাওয়া-দাওয়া, কেক কাটার মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছেন, নম্বরের থেকেও সন্তানের প্রচেষ্টা ও মানসিক সুস্থতা গুরুত্বপূর্ণ। অভিষেকের বাবা জানান, “সে নিয়মিত পড়াশোনা করেছে, পরীক্ষায় যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু ফলাফল তার প্রতিফলন হয়নি। তবু আমরা তাকে হতাশ হতে দিতে চাইনি। পার্টি করে তাকে বোঝানো হয়েছে, একবার ব্যর্থতাই জীবনের শেষ নয়।”

অভিষেকের বক্তব্য, “বাবা-মায়ের সমর্থন পেয়ে আমি নতুন করে লড়ার শক্তি পেয়েছি। পরের বার সব বিষয়ে পাশ করবই।” পরিবারের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। শিক্ষাবিদরা মনে করছেন, পরীক্ষার চাপে ব্যর্থতাকে যেভাবে ‘লজ্জা’ হিসেবে দেখা হয়, এই ঘটনা তার বিরুদ্ধে ইতিবাচক বার্তা দিল।
উল্লেখ্য, কর্ণাটকের এসএসএলসি পরীক্ষায় এবার ৬২৫ নম্বরের মধ্যে সর্বনিম্ন ৩৫% (২১৯ নম্বর) পেয়েছে অভিষেক। একটি বিষয়ে খারাপ ফল তাকে অকৃতকার্য করলেও, পরিবারের আশা—এবারের অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে আরও দৃঢ় করে তুলবে।