এনবিটিভি ডেস্ক,পাতারকান্দি : “ভারতীয় জাতীয় কংগ্রেসের” বরাকের সংখ্যালঘু বিভাগের- নবনিযুক্ত ইনচার্জ তথা আগামী বিধানসভা নির্বাচনে পাতারকান্দি সমষ্টি থেকে “ভারতীয় জাতীয় কংগ্রেসের” সম্ভাব্য প্রার্থী জনাব মইনুদ্দিন আজ পাতারকান্দি সমষ্টির ফরিদকোণা দোহালিয়া জিপিতে উপস্থিত হন। পরে দলীয় কর্মকর্তারা এলাকার কিছু সমস্যার কথা তুলে ধরেন। এ নিয়ে বিস্তারিত আলোচনার পর, তিনি সমস্যা গুলোর সমাধানে যত্নবান হবেন বলে আশ্বাস দেন। অন্যদিকে এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয়ের খোঁজ নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে দলীয় কর্মীদের আহ্বান জানান। পরে ফরিদকোণা দুহালিয়া জিপির বিশিষ্ট কংগ্রেস কর্মী জনাব নজরুল ইসলাম এর হাত ধরে 20 জন গেরুয়া ব্রিগেড কর্মী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করেন। ক্ষুব্ধ কর্মীদের মতে পঞ্চায়েতের কাজে অসন্তুষ্ট হয়ে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেন তারা। পরে পাতারকান্দির ছাত্র ও যুব ফেডারেশন এর সভাপতি জনাব মাসউদ আহমদ নবাগত কংগ্রেস কর্মীদের অভিনন্দন জানান।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদকোণা দুহালিয়া জিপির যুব কংগ্রেসের সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব, নাজিম উদ্দিন, করিমগঞ্জ জেলার মাইনোরিটি সেলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হোসাইন প্রমুখ।
Related articles