মানহানির মামলায় রাহুল গান্ধীর জামিন মঞ্জুর

বিজেপির দায়ের করা মানহানির মামলায়  জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শুক্রবার স্পেশাল ম্যাজিস্ট্রেট কেএনএস শিবকুমার তার জামিন মঞ্জুর করেন। আগামী ৩০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

উল্লেখ্য, গত বছর কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে সব ধরনের সরকারি কাজ সম্পাদনের জন্য ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ করে স্থানীয় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপনও দেয় কংগ্রেস। ওই বিজ্ঞাপনকে মিথ্যা ও অবমাননাকর উল্লেখ করে কংগ্রেসের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজেপি এমএলসি এবং সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।

ওই অভিযোগের ভিত্তিতে রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় গত ১ জুন রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Latest articles

Related articles