ওয়েনাড আসন ছেড়ে দিলেন রাহুল গান্ধী, সেখানে লড়বেন প্রিয়াঙ্কা

লোকসভা নির্বাচনে  উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়ানাড় দুই জায়গা থেকেই বিপুল ভোটে জিতেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রায়বেরিলি থেকে জিতেছেন তিন লাখ ৯০ হাজার ৩০ ভোটের ব্যবধানে। ওয়ানাড় থেকে জিতেছিলেন তিন লাখ ৬৪ হাজার ৪২২ ভোটে।

নির্বাচনী বিধি অনুযায়ী দুইটি কেন্দ্রের একটি ছেড়ে দিতে হতো রাহুল গান্ধীকে। সোমবার রাহুল জানিয়ে দিলেন  রায়বেরিলি রাখছেন, ওয়ানাড় ছেড়ে দিচ্ছেন তিনি। তার ছেড়ে দেওয়া আসনে লড়বেন
বোন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কেরালার নেতা কে সি বেনুগোপালকে পাশে নিয়ে রাহুল জানিয়েছেন, ”এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। গত পাঁচবছর ধরে আমি ওয়ানাড়ের প্রতিনিধি ছিলাম। সেখানকার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন। আবার রায়বেরিলির সঙ্গে আমার পরিবারের দীর্ঘদিনের যোগ। সেখানকার মানুষও আমাকে ভালোবাসেন।

রাহুল জানিয়েছেন, তিনি সাংসদ না থাকলেও আগের মতো বারবার ওয়ানাড় যাবেন। আর বোন প্রিয়াঙ্কা তো থাকবেনই। আর প্রিয়াঙ্কা দীর্ঘদিীন ধরে রায়বেরিলিতে কাজ করেছেন। ফলে দুই কেন্দ্রের মানুষ কার্যত দুইজন করে সাংসদ পাবেন।

প্রিয়াঙ্কাও জানিয়েছেন, আমি ওয়ানাড়ের জন্য কাজ করব। সেখানে ভাইয়ার অভাব বুঝতে দেব না। আমি ওয়ানাড়ে সবাইকে খুশি করার চেষ্টা করব। আমি একজন ভালো প্রতিনিধি হওয়ার চেষ্টা করব।

এই ঘোষণা আসার পরেই বিজেপি কংগ্রেসের পরিবারবাদ নিয়ে সোচ্চার হয়েছে।

Latest articles

Related articles