ধেয়ে আসছে ঘূর্ণিপাত,প্রবল বৃষ্টির পূর্বাভাস ২৬ ও ২৭ শে সেপ্টেম্বরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

rain pic

এনবিটিভি ডেস্কঃ নিম্ন চাপের জেরে গত কয়েক দিন মহানগর ও দক্ষিণবঙ্গের বহু এলাকা এখনও জলের তলায়। অনেক মানুষের আশ্রয়স্থল এখন রাস্তা। ক্ষতি হয়েছে একরের একরের উপর জমির বিভিন্ন ধরনের চাষ। সাধারণ জীবন ব্যহত হচ্ছে।
এরসাথে আবারও ধেয়ে আসছে ঘূর্ণিপাত বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের মতে এখন ১১০০ কিলোমিটার দূরে আছে ঘূর্ণিপাতটি, মায়ানমারের দক্ষিণে মার্তাবান উপসাগারে। এটি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসতে পারে দক্ষিণবঙ্গে।

 

নিম্ন চাপের অভিমুখ যে নিশ্চিত ভাবে ওড়িশার দিকেই হবে, সে কথা এত আগে ভাগে নিশ্চিত ভাবে বলা কঠিন। বঙ্গোপসাগরের যে অঞ্চলে ঘূর্ণিপাতটি তৈরি হতে চলেছে, সেখান থেকে বাংলার উপকুল খুব বেশি দূরে নয়, সেই জন্য আগামী ২৬ ও ২৭ শে সেপ্টেম্বরে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এখন থেকেই ৭০–১১০ মিলিমিটার বৃষ্টির হওয়ার হলুদ সতর্কবার্তা জানিয়েছেন আবহাওয়া দপ্তর।
২৪ ও ২৫ শে সেপ্টেম্বরে মৎস্যজীবীদের সমুদ্রে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন আবহাওয়া দপ্তর।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর