রামমন্দির নির্মাণ শুরু হলেই করোনা শেষ হয়ে যাবে, আজব দাবি বিজেপি নেতার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200723-WA0020

এনবিটিভি ডেস্ক: রামমম্দির নির্মাণ শুরু হলেই করোনা শেষ হয়ে যাবে। জোর দিয়ে বলছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা রামেশ্বর শর্মা। তিনি বলেছেন রাম নতুন অবতারে এসেছেন। তিনিই করোনাসুরকে ধ্বংস করবেন। তা আরম্ভ হবে অযোধ্যা রামমন্দির তৈরি শুরু হলেই।

এদিকে, ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুরু হতে চলেছে নির্মাণ। হাজির থাকবেন ২০০ জন, সামাজিক দূরত্ববিধি মেনেই। মোদি হনুমানগড়ি, রামলালা মন্দির দর্শন করবেন। পুঁতবেন একটি গাছের চারা। তারপর অংশ নেবেন ভূমিপূজনে।

এই অনুষ্ঠানে লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর যোশী, উমা ভারতী ছাড়াও মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন অমিত শাহ, মোহন ভাগবত, উদ্ধব ঠাকরে, নীতীশ কুমারও। গর্ভগৃহে পাঁচটি রুপোর ইট স্থাপন করা হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর