বনমহোৎসব এর শেষ দিনে , রানাঘাট মহকুমা হাসপাতালে বৃক্ষরোপণ

নাজমুল সর্দার,নদীয়া,এনবিটিভি: আজ বনমহউৎসাব এর শেষ দিনে রানাঘাট মহকুমা হাসপাতালে বৃক্ষরোপন অনুষ্টান অনুষ্টিত হলো।এই বৃক্ষরোপন অনুষ্টানে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক হরসিমরান সিং , পৌর প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায় ,মহকুমা সুপার শ্যামল কুমার পরে সহ বিশিষ্ট ব্যক্তি গণ ।এই দিন মহকুমা হাসপাতালে বৃক্ষ রোপন করেন মহকুমা শাসক ,পৌর প্রশাসক ,ও মহকুমা হাসপাতালের সুপার ।এই বৃক্ষ রোপন হাসপাতালের বিভিন্ন জায়গায় লাগানো হবে।সবুজায়ন করার জন্য বেশী করে গাছ লাগানো হবে।

Latest articles

Related articles