পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের হাই কমান্ড বরাবর অব্যাহতিপত্র জমা দিয়েছেন তিনি জানিয়েছে দলের একটি সূত্র। পরবর্তীতে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, ‘মল্লিকার্জুন খাড়্গে কংগ্রেসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হওয়ার পর পশ্চিমবঙ্গে নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে তখন থেকেই কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতির পদটি শূন্য ছিল। এখন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসকে নতুন কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির সভাপতি কে হবেন— তা আপনারা যথা সময়ে জানতে পারবেন।
অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি জেলার বহরমপুর আসন থেকে এ পর্যন্ত ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন। গত মেয়াদের লোকসভায় বিরোধী নেতা ছিলেন তিনি।
সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে জিততে পারেননি তিনি, প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী এবং ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন।