এনবিটিভি নিউজ ডেস্ক, ২৪ জুলাই : রাজ্য সরকারের নির্দেশে সপ্তায়ে দ্বিতীয় দিনের সম্পূর্ণ লকডাউন আসানসোল মহকুমা জুড়ে চলছে পুলিশ এর অভিযান। সপ্তাহের দ্বিতীয় দিনে গোটা আসানসোল জুড়ে চলছে লকডাউন। সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। চলছে পুলিশি চেকিং। গাড়ী থামিয়ে চলছে চেকিং এবং ট্রেনে করে যারা এসেছে দিল্লি কেরল এবং শ্রী নগর ও কুয়েত থেকে আসানসোল নেমে বিপাকে পড়েছে। হটাৎ লোকডাউন হওয়াতে বাইরের থেকে আসা মানুষ জন বুজে উঠে পারছে না কি করবে। পুলিশ সাথে কথা বলছে যদি কোন গাড়ির বেবস্থা পাওয়া যাই !
Related articles