এনবিটিভি ডেস্ক: শিশির অধিকারীর স্ত্রী , শুভেন্দু অধিকারীর মা গুরুতর অসুস্থ। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই শিশিরবাবুকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৫ মিনিট তাঁদের মধ্যে কথা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
মমতা জানান, দল তাঁদের পাশে রয়েছে। ইদানিং অধিকারী পরিবারের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে মূল তৃণমূলের। এদিনের বার্তালাপের পর শীতলতা কতটা কমে সেদিকেই নজর থাকবে।