দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ, আট দিনে ১৯২ মৃত্যু

দিল্লীতে তাপপ্রবাহে  আট দিনে প্রাণ হারিয়েছেন ১৯২ জন। গত ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনজিও ফর হললিস্টিক ডেভেলপমেন্ট।

এর মধ্যে গত ৭১ ঘণ্টায় সেখানে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন।  হিট স্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছেন তিনি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নয়ডায় হিট স্ট্রোকের কারণে গত ২৪ ঘণ্টায় ১৪ জনেরও বেশি লোক মারা গেছেন।

এনজিও ফর হললিস্টিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুনীল কুমার আলেদিয়া বলেন, ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চরম তাপপ্রবাহের কারণে দিল্লিতে ১৯২ জন মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, এই উদ্বেগজনক পরিসংখ্যানটি সুরক্ষার জন্য সক্রিয় পদক্ষেপের জরুরি প্রয়োজনকে তুলে ধরে।

এনজিওর সমীক্ষা জানা যায়, তাপপ্রবাহের মারা যাওয়া ৮০ শতাংশই গৃহহীন মানুষ।

Latest articles

Related articles