প্রশাসনের নজর এড়িয়ে ডোবা ভরাট করে চলছিল অবৈধ নির্মাণ, রুখে দিলো শান্তিপুর সায়েন্স ক্লাব

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

নদীয়ার শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের দত্তপাড়া রায়ডোবা বলে পরিচিত একটি ডোবা ভরাট করে অবৈধ নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে স্থানীয় মানুষজনের কাছে জানতে পারে শান্তিপুর সায়েন্স ক্লাব। এরপর তাদের পক্ষ থেকে শান্তিপুর পৌরসভার একটি লিখিত  অভিযোগ করা হয়। এর পরেই প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয় ওই নির্মাণ কাজ। শান্তিপুর সায়েন্স ক্লাবের যুগ্ম সম্পাদক রঘুনাথ কর্মকার অভিযোগ করেছেন,’ যেকোনো জলাশয় ভরাট করা সম্পূর্ণ অপরাধ। অন্যান্য জায়গার মতো শান্তিপুর পৌর এলাকায় জল নিকাশির সমস্যা রয়েছে। তার ওপর ডোবা ভরাট করা হচ্ছে। ডোবার পাড়ে নির্মাণ কাজ চালানো হচ্ছে। দুটোই অপরাধমূলক কাজ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা শান্তিপুর পৌরসভার কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।’ ওই ডোবাটি দশ কাঠা এলাকা নিয়ে রয়েছে। তার মধ্যে ৫ কাঠার মালিক ভবতোষ কুন্ডু। তার বিরুদ্ধেই ডোবা ভরাট করার অভিযোগ রয়েছে। যদিও ভবতোষ বাবুর বক্তব্য,’ ওই ডোবা ভরাট করার কোনো উদ্দেশ্যই আমার নেই। আমি ডোবার পাড়ে ছোট্ট একটি টিনের ঘর করে একটি কাপড় প্রিন্টের কারখানা করতে চাইছি। ডোবা ডোবার মতই থাকবে।’ যদিও  স্থানীয় সূত্রে জানা গেছে ওই ডোবাটি বিরাট আকার ছিল পূর্বে, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে আশেপাশে ময়লা আবর্জনা ফেলে তা প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে। পৌরসভার সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তবে আপাতত নির্মাণকার্য স্থগিত আছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর