এনবিটিভি, ওয়েব ডেস্ক: জাতীয় স্তরে বিজেপি বিরোধিতায় হাত মিলিয়েছে তৃণমূল ও সিপিএম। কিন্তু বাংলায় অংকটা ঠিক কি? সেই বিষয়ে মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
তিনি বললেন, “আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা পরিস্থিতি। ভোটের বিভাজন হলে বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে যায়, আমরা চেষ্টা করছি সেই বিভাজন যতটা সম্ভব কম করা যায়। আর এটা একেবারেই নতুন ব্যাপার নয়। ঠিক ২০০৪ সালের মতো। সেবার আমাদের ৬১টি আসন ছিল। আর সেটার মধ্যে ৫৭টি ছিল কংগ্রেসকে হারিয়ে পাওয়া। তা সত্ত্বেও মনমোহন সিংয়ের সরকার তৈরি হয়েছিল। আর ১০ বছর সেই সরকার চলেছে।”
তিনি আরো বললেন, “এই বৈঠক গুরুত্বপূর্ণ কারণ আমরা ভারতকে বাঁচাতে চাই। দেশ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বাংলায় বাম এবং তৃণমূল কাছাকাছি আসছে, সেটা হবে না। বাংলায় আরও ধর্মনিরপেক্ষ শক্তি আছি। তাঁদের সঙ্গে নিয়ে, কংগ্রেসকে সঙ্গে নিয়ে যেভাবে তৃণমূল এবং বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে সেটা চলবে।”