ভুতুড়ে বিদ্যুৎ বিল! মন্তেস্বরে প্রতিবাদে বিজেপি

এনবিটিভি, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান,২৪ জুলাই: রাজ্য বিজেপির ডাকা কর্মসূচির অনুযায়ী , বিদ্যুৎ দপ্তরে থেকে অস্বাভাবিক ভুতুড়ে বিদ্যুৎ বিল আসার প্রতিবাদে, আজ বেলা ১ টার সময় থেকে মন্তেস্বর ব্লক বিদ্যুৎ অফিসের সামনে, অবস্থান বিক্ষোভ করিল, মন্তেস্বর ব্লক বিজেপির নেতৃত্ব ও কর্মী বৃন্দ। বিজেপির এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন মন্তেস্বর ১৪ নম্বর মন্ডল কমিটির সভাপতি রাজেশ রায়,১৫ নম্বর মন্ডল কমিটির সভাপতি গদাধর বারিক, বিজেপির মন্তেস্বর বিধান সভার কোনভেনার প্রদীপ রায়, আরও অনেকে।

বিজেপি সূত্রে জানা যায়, লকডাউন এর আগে মাননীয়া মুখ্য মন্ত্রী ঘোষণা করেছিলেন যে ৭৫ উইনিট করে বিদ্যুৎ বিল খরচ হলে ,সেই সব মানুষ জনদের আর বিদ্যুৎ দিতে হবে না ।তাদের বিদ্যুৎ বিল মুকুব করা হবে। কিন্তু এই লক ডাউন এর সময় মানুষ ভালো ভাবে খেতে পারছে না ,মানুষের রুটি রোজগার বন্ধ ।সেখানে বিদ্যুৎ দপ্তর মিটার রিডিং নানিয়ে প্রত্যেক মানুষ বা জনগণকে বিদ্যুৎ দপ্তর অস্বাভাবিক ভুতুড়ে বিল পাঠাচ্ছে তার প্রতিবাদ জানিয়ে , যাতে বিদ্যুৎ দপ্তরকে এই অস্বাভাবিক বিদ্যুৎ বিল প্রত্যাহার করার দাবিতে আজ অবস্থান বিক্ষোভ।

Latest articles

Related articles