এনবিটিভি ডেস্ক: রাজ্যে এক নতুন রাজনৈতিক জোট এর জন্ম হল । এই জোটের নাম ” বাংলা গণ মোর্চা ” । পিছিয়ে রাখা সম্প্রদায়ের ব্যক্তি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল এই মোর্চার সদস্য । লকডাউন আবহে যখন কেন্দ্র ও রাজ্যের শাসক দল ছাড়া অন্য কেউ সভা সমিতি করার সুযোগ পাচ্ছে না তখন বেশ কিছু ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নতুন করে রাজনৈতিক কাজকর্ম শুরু করার উদ্যোগ গ্ৰহন করে।
জুনের প্রথম সপ্তাহে এই উদ্যোগ শুরু করে ইতিমধ্যে ডজন খানেক অনলাইন মিটিং সেরে ২৯ শে আগষ্ট এই জোটের জন্ম হল ।উদ্যোক্তারা প্রাথমিক ভাবে একটি ছোট চিঠি বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এর কাছে পাঠাচ্ছেন। তাতে লেখা হয়েছে” পশ্চিমবঙ্গের দলিত, তপশিলিজাতি, উপজাতি,অনগ্রসর সমাজ ও সংখ্যালঘু সমাজের মানুষ আজ দিশেহারা। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সময়ের ডাক হল সমস্ত পিছিয়ে পড়া মানুষকে ঐক্যবদ্ধ ভাবে মুক্ত করা। এই পিছিয়ে পড়া সমাজকে মুক্ত করতে হলে সবাইকে নিয়ে একটি রাজনৈতিক মঞ্চ তৈরী করার খুব প্রয়োজন “।