সানি লিওনি, নেহা কক্কর এর পর এবার শিলিগুড়ি কলেজে ডোরেমন, সিনচ্যানের নাম

 

এনবিটিভি ডেস্ক,৩১শে আগস্ট: কিছুদিন আগেই কলকাতার আশুতোষ কলেজের মেধাতালিকায় প্রথম নাম দেখা যায় অভিনেত্রী সানি লিওনির । এরপর গতকাল মালদা কলেজের দুটি বিষয়ের মেধাতালিকায় দেখা যায় বলিউডের সংগীত শিল্পী নেহা কক্করের নাম। আজ শিলিগুড়ি কলেজের মেধাতালিকা প্রকাশ করা হয়। আর এই মেধাতালিকায় একই ভাবে দেখা যায় বিখ্যাত কার্টুন চরিত্র ডোরেমনের নাম। সেখানে দেখা যায় আবেদনকারীর নাম সিনচ্যান এবং তার বাবার নাম ডোরেমন।

কলেজ কর্তৃপক্ষ শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজকে লকডাউনের কারনে পুলিশ তদন্ত করতে পারছে না৷ কিন্তু কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি লিস্ট থেকে সিনচ্যানের নাম সরিয়ে দিয়েছে। বারবার এই ধরনের ঘটনা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই ঘটনা ঘটছে কিন্তু আশুতোষ কলেজ থেকে মালদা কলেজ এখনও কোনো গ্রেফতারের ঘটনা শোনা যায় নি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। বিভিন্ন মানুষ এটা নিয়ে মজার মজার মিম বানাচ্ছে, মজা করছে। যেটা শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল তোলা হচ্ছে।

Latest articles

Related articles