এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘এফআইআর করতে লাগবেনা অনুমতি’ কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি ৪ অগাস্ট।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে আইনজীবী সুমন সিং, হিংসার পিছনে শুভেন্দু প্ররোচনা দিয়েছেন বলে, মামলা দায়ের করেছিলেন এবং প্রমান হিসেবে বিজেপি বিধায়কের মন্তব্য এবং কয়েকটি সাংবাদিক বৈঠকের ভিডিও ফুটেজ তুলে ধরেছিলেন। এই মামলাতেই গত ২০ জুলাই বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের নির্দেশ দেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে লাগবেনা আদালতের অনুমতি। সেই রায়কেই চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্ট যান।