ভয়াল বন্যায় ভাসছে ভিয়েতনাম, মৃত ১০৫ এবং নিখোঁজ ৪০,পরিস্থিতির মোকাবিলায় নামল সেনা

ভিয়েতনাম,২১ অক্টোবরঃ

প্রবল বন্যায় বিপর্যস্ত ভিয়েতনাম। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০৫ জনের। এদের মধ্যে রয়েছেন কয়েকজন সেনাকর্মীও। নিখোঁজ ৪০ জন। মৃত্যু হয়েছে ১লক্ষ ৯০ হাজার পশুপাখির।

দিন কয়েকের প্রবল বৃষ্টিতে ভাসছে মধ্য ভিয়েতনাম সহ গোটা দেশের বিস্তীর্ণ অংশ। বন্যার পাশাপাশি ব্যাপক ভূমিধসও দেখা গিয়েছে। ভেঙে পড়েছে ১ লক্ষ ৭৮ হাজার বাড়ি। অসমর্থিত সূত্রের খবর, এই সংখ্যাটা আরও বেশি। ভিয়েতনাম রেডক্রস সোসাইটির প্রেসিডেন্ট নুগেন থি সুয়ান থু বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও চলছে উদ্ধার কাজ। দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ। এভাবে কতোদিন চলবে কিছুই বলা যাচ্ছে না।

Latest articles

Related articles