কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার

কলকাতা হাইকোর্টের ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের স্কুল সার্ভিস কমিশন।

এর আগে সোমবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দেওয়া প্রায় ২৬ হাজার মানুষের চাকরিকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের আদেশ দেয়।

সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বর রশিদির নেতৃত্বে গড়া ডিভিশন বেঞ্চ এ রায় দেয়।

চাকরিতে দুর্নীতির অভিযোগে করা ১১২টি মামলার একত্রে শুনানি শেষে গত সোমবার ওই রায় দেয় আদালত।

রায় ঘোষণার পরপরই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে অবৈধ উল্লেখ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

Latest articles

Related articles