ইসরায়েলে বোমা পাঠানো স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ইসরায়েলে ২ হাজার পাউন্ডের কয়েক হাজার বোমার চালান পাঠানো স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রশাসনের এক ঊর্ধ্বতন । তিনি জানিয়েছেন, ইসরাইলের কাছে অন্যান্য অস্ত্র বিক্রির বিষয়টিও পুনরায় ভেবে দেখছে মার্কিন প্রশাসন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরাইলের অস্ত্র ও গোলাবারুদের সবচেয়ে বড় যোগানদাতা। প্রতিবছর ইসরাইলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সাহায্য দেয় দেশটি।

গাজাবাসীকে সুরক্ষা দিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছতে না পারা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রথমবারের মতো ইসরাইলে বোমার চালান পাঠানো পিছিয়ে দিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, যে বোমাগুলোর চালান তারা পিছিয়ে দিয়েছেন, সেগুলো রাফা অভিযানে ব্যবহার হতে পারত। আর তেমন হলে সেখানকার শহুরে এলাকায় তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনত।

যুক্তরাষ্ট্র চায় না ইসরাইল রাফায় হামলা করুক। আর সে বার্তাই তাদের বুঝিয়ে দেওয়ার এটি আরেকটি পথ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর