এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার সকালে সল্টলেক আচার্য সদনের সামনে জড়ো হন আপার প্রাইমারি ও এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সল্টলেকে। দাবি ছিল, প্রকাশ করতে হবে প্যানেল।
পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। পরে চ্যাংদোলা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।