পশ্চিমবঙ্গের তিন বিজেপি সাংসদ যোগাযোগ করছেন : দাবি তৃণমূল নেতার!

পশ্চিমবঙ্গের তিনজন বিজেপি সাংসদ তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।

মঙ্গলবার এক্স পোস্টে তিনি লিখেন, পশ্চিমবঙ্গের তিনজন বিজেপি সাংসদ আমাদের সাথে যোগাযোগ করছেন এবং শীঘ্রই একটি চমৎকার চমক দেখা যাবে।

তিনি বলেন, “মোদির ছত্রভঙ্গ জোট একটি অস্থায়ী কাঠামো যা খুব বেশিদিন টিকবে না।”

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর বিজেপি। ফলে ২৯৩টি আসন নিয়ে জোট সরকার গঠন করতে হয়েছে বিজেপিকে। এর মধ্যে ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪টি  আসন।

এদিকে তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা।

বিজেপির রাজ্য মুখপাত্র সমিক ভট্টাচার্য বলেন, “২০১৪ সাল থেকে, তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের প্রধান শক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখছিল কিন্তু তার আশা একবার নয় তিনবার ভেঙ্গে গিয়েছে। বিজেপি ও এনডিএ ঐক্যবদ্ধ। বাংলার কোন বিজেপি সাংসদ তূণমূলের সাথে যোগাযোগ করছেন না।

Latest articles

Related articles