এনবিটিভি ডেস্ক: ফের বাড়ল ডিজেলের দাম। রবিবার তা পৌঁছে গেল ৮১ টাকার কাছাকাছি। চারদিন দাম বাড়েনি জ্বালানি তেলের। তেল কোম্পানিগুলি জানিয়েছে, এদিন ডিজেলের দাম বাড়ানো হল লিটারে ১৬ পয়সা। দিল্লিতে ডিজেল সর্বোচ্চ বেড়ে হয়েছে ৮০ টাকা ৯৪ পয়সা।
তবে গত প্রায় দুসপ্তাহ পেট্রোলের দর বাড়েনি। তা রয়েছে ৮০ টাকা ৪৩ পয়সা লিটারেই। ৭ জুলাই ডিজেলের দর শেষবার বাড়ানো হয়েছিল। পেট্রোলের দর বাড়ানো হয়েছিল ২৯ জুন।
গত ৫ সপ্তাহে ২৪ বার বাড়ানো হয়েছে ডিজেলের দাম। ২১ বার বাড়ানো হয়েছে পেট্রোলের দাম। সবমিলিয়ে ৭ জুন থেকে পেট্রোল বেড়েছে লিটারে ৯ টাকা ১৭ পয়সা, ডিজেল লিটারে ১১ টাকা ৫৫ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৮৭ টাকা ১৯ পয়সা, ডিজেল ৭৯ টাকা ১৭ পয়সা।