আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

গঙ্গা সাগর মেলা।
গঙ্গা সাগর মেলা।

 এনবিটিভি ডেস্কঃ  গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা (কুম্ভমেলার পরে)। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ। তাই প্রতিবছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্নান করতে আসেন, তবে বিহার-উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক।

চলতি বছরের করোনাবিধির কথা মাথায় রেখে ময়দানে আরটিপিসিআর টেস্ট  করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০০ বেডের করোনা হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, গঙ্গাসাগর মেলায় ৬ দিনে অতিরিক্ত ৭০টি ট্রেন চলবে। তাছাড়া কলকাতায় ২৪ ঘণ্টা চালু থাকবে কন্ট্রোল রুম। বাসস্ট্যান্ডগুলিতে থাকবে হেল্প ডেস্ক ।

  • হাওড়া এবং শিয়ালদহ-নামখানা রুটে অতিরিক্ত ৭০টি ট্রেন চলবে।
  • চলবে বাড়তি সরকারি-বেসরকারি বাস। মেলার দিনগুলিতে চলবে ২,২৫০টি বাস।
  • মানুষকে সচেতন করতে মেলায় ১০০০টি স্বেচ্ছাসেবী সংস্থার সাড়ে ৬ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন।
  • নজরদারির জন্য মেলায় থাকছে ১,০৫০টি সিসিটিভি।
  • অগ্নিকাণ্ড রুখতে থাকছে ২৫টি ইঞ্জিন ও ১০টি অস্থায়ী ফায়ার স্টেশন।
  • করোনা রুখতে মেলায় ১৩টি মেডিক্যাল স্ক্রিনিং ক্যাম্প থাকবে।
  • কলকাতায় ময়দান থেকে সাগরগামী বাসে ওঠার আগে হবে RT-PCR টেস্ট। থাকছে ১৩টি পৃথক ক্যাম্প।
  • মেলায় ৬০০ শয্যার একটি কোভিড হাসপাতাল ও ৫টি আইসোলেশন সেন্টারের আয়োজন রয়েছে।
  • সকলকে মাস্ক পরতে হবে। মাস্ক বিলি করবে সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। মানতে হবে শারীরিক দূরত্ববিধি।
  • মেলায় দুর্ঘটনা ঘটলে সাগর থেকে এসএসকেএম পর্যন্ত গ্রীন করিডর করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর