তামিলনাড়ুর মন্ত্রীসভায় ২ মুসলিম, স্বাগত মুসলিম লীগের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

bg-1620712095

এবারের বিধানসভা নির্বাচনে পালাবদল হয়েছে তামিলনাডুতে। এআইডিএমকের বিদায় দিয়ে ডিএমকে নতুন সরকার গড়েছে। সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন করুনানিধি পুত্র এম কে স্ট্যালিন।

স্ট্যালিনের মুখ্যমন্ত্রিত্বে ৩৩ জন সদ্যসের মন্ত্রিসভা গঠিত হয়েছে তামিলনাডুতে। তার মধ্যে স্থান পেয়েছেন দুজন মুসলিম। তারা হলেন এসএম নেসার ও  কেএস মাস্তান। তামিলনাডুর আভাদি বিধানসভা কেন্দ্রে বিধায়ক এসএম নেসারকে দুধ ও ডেয়ারি উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োজিত করা হয়েছে। অপরদিকে জিনগি কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক কেএস মাস্তানকে সংখ্যালঘু উন্নয়ন, উদ্বাস্তু, উদ্ধার ও ওয়াকফ বোর্ড বিষয়ক মন্ত্রী করা হয়েছে।

বৃহস্পতিবার স্টালিন তার মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। পরে শুক্রবার চেন্নাইয়ের রাজভবনে তিনি মুখমন্ত্রী হিসেবে শপথ নেন।

৬ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ মে নির্বাচন প্রকাশিত ফলাফলে স্টালিনের নেতৃত্বের দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) দল জয়লাভ করে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জাতীয় সভাপতি কে এম কাদের মহিউদ্দিন নতুন মন্ত্রিসভায় দু’জন মুসলিমকে অন্তর্ভুক্ত করায় এমকে স্টালিনের এ উদ্যোগের প্রশংসা করেছেন।

কাদের মহিউদ্দিন বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুনানিধি তার মন্ত্রিসভায় পাঁচজন মুসলিমকে অন্তর্ভুক্ত করেছিলেন। বাবার দৃষ্টান্ত অনুসরণ করে এম কে স্টালিনও তার মন্ত্রিসভায় দু’জন মুসলিমকে অন্তর্ভুক্ত করেছেন। একারণে সমগ্র মুসলিম জনগোষ্ঠী তাকে অভিনন্দন জানিয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর