দেশে বেকারত্বের হার ২৬ শতাংশেরও বেশি, হেলদোল নাই রাজ্য ও কেন্দ্র সরকারের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

দেশে বেকারত্ব হারের রিপোর্ট।
দেশে বেকারত্ব হারের রিপোর্ট।

এনবিটিভি ডেস্কঃ  দেশে বেকারত্বের হার যে বাড়ছে তা মুখে মুখে শুনলেও এবার এক সার্ভে চাঞ্চল্য কর তথ্য উঠে এসেছে। শহুরে এলাকায় গত বছর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫.৫ শতাংশেরও বেশি। সারা দেশের বেকরত্বের সমস্যায় জর্জরিত সরকার, কিন্তু তা সমাধানের রাস্তা বের করছে না।


এদিকে কেরালা রাজ্যে প্রায় ৪৭ শতাংশেরও বেশী ১৫ থেকে ২৯ বয়স পর্যন্ত যুবকের কাছে কাজ নাই। অন্যদিকে বেকারত্বের হার ২২ টি রাজ্যেরও প্রায় একই অবস্থা। বেকারত্বের দিক দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে দিল্লি, আসাম, কর্ণাটক, পঞ্জাব, পশ্চিমবঙ্গ সহ আরও অনেক রাজ্য।

সার্ভে রিপোর্ট।

সার্ভে দেখা গিয়েছে যুবকদের মধ্যে বেকারত্বের হার বৃদ্ধির নানান কারন, মাইগ্রেন্ট লেবার, শিল্প ও কারখানার পর্যাপ্ত সংখ্যক না থাকা। বাজারে কাজের সংখ্যার থেকে প্রতিযোগীর সংখ্যা অনেক গুন বেশী।

এদিকে ছেলেদের থেকে দেশের মহিলাদের মধ্যে বেশী সংখ্যক বেকারত্বের হারের তথ্য উঠে এসেছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর