বিজেপি ক্ষমতায় ফিরলে আগামী পাঁচ বছরের মধ্যে সমগ্র দেশের জন্য একটি অভিন্ন সিভিল কোড কার্যকর করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
তিনি বলেন, মোদি সরকার পরবর্তী মেয়াদে ‘এক দেশ, এক নির্বাচন’ বাস্তবায়ন করবে কারণ সারা দেশে একযোগে নির্বাচন হওয়ার সময় এসেছে।
বিজেপি ধর্ম ভিত্তিক প্রচারের সাথে জড়িত নয় বলে উল্লেখ করেন তিনি।
মুসলমানদের জন্য সংরক্ষণের বিরোধীতা, ৩৭০ ধারা বাতিল এবং অভিন্ন সিভিল কোড কার্যকর করাকে ধর্মীয় বিষয় হিসাবে বিবেচনা করা হলেও বিজেপি এসব কার্যকর করবেই।
বিজেপি এবং জোটসঙ্গীরা লোকসভায় ৪০০-সিটের বেশি আসন পাবে বলে মন্তব্য করেন তিনি।