ভারতীয় ক্রিকেটের জন্য ধোনি যা করেছেন ১৩০ কোটি মানুষ তা মনে রাখবে, ধোনির প্রশংসায় মোদি

এনবিটিভি ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করে তাঁকে চিঠি পাছালেন প্রধানমন্ত্রী মহেন্দ্র সিং ধোনি। ১৫ আগস্ট অবসর ঘোষণা করেছেন ধোনি। তাঁকে লেখা চিঠিতে মোদি বলেছেন, আপনি আপনার ট্রেডমার্ক নিরাভিমানী কায়দায় যে ভিডিও শেয়ার করেছেন, গোটা জাতিকে আপ্লুত করার পক্ষে যথেষ্ট। ১৩০ কোটি দেশবাসী এই সিদ্ধান্তে হতাশ হলেও আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য তারা চিরকৃতজ্ঞ। ভিডিওতে ধোনি বলেছেন, অবসরের পর ১৯২৯ ঘণ্টা ধরে লাগাতার ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।

মোদির এই চিঠির জবাবে ধোনি বলেছেন, একজন শিল্পী, সৈন্য আর খেলোয়াড় যা চায় তা হল প্রশংসা। তারা চায়, তাদের কঠিন পরিশ্রম এবং আত্মত্যাগ সবার নজরে আসুক। ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের জয়ী ক্যাপ্টেন ছিলেন ধোনি।

Latest articles

Related articles