ভারত মহাসাগরের জলদস্যুতা নির্মূলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: মোদি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

মোদী ২

ভারত মহাসাগরে  জলদস্যুতা ও সন্ত্রাসবাদ নির্মূল করার লড়াই চালিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভকে দেওয়া এক ফিরতি এক্সবার্তায় একথা বলেন তিনি।

সম্প্রতি ভারতের নৌবাহিনী তিন মাস জলদস্যুদের কব্জায় থাকা বাল্ক জাহাজ এমভি রুয়েন ও তার ১৭ নাবিককে উদ্ধার করেছে।

বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ এ অভিযানের জন্যে ভারত সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘ভারতীয় নৌবাহিনীর সাহসিকতাপূর্ণ অভিযানের জেরে বুলগেরীয় জাহাজ রুয়েন এবং সেটির ৭ বুলগেরীয় ক্রুসহ অন্যান্য ক্রুদের উদ্ধার সম্ভব হয়েছে।

বুলগেরিয়ার প্রেসিডেন্টের এক্সপোস্টের জবাব দিয়ে পাল্টা এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘বুলগেরিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা পাঠানোর ব্যাপারটি সত্যিই প্রশংসনীয়। ৭ বুলগেরীয়সহ ক্রুসহ অন্যান্য ক্রুদের উদ্ধার করতে পেরে আমরা খুবেই খুশি। ভারত মহাসাগরে নিরাপদে জাহাজ চালানোর স্বাধীনতাকে রক্ষা এবং সেখান থেকে সন্ত্রাসবাদ ও জলদস্যুতা নির্মূলের লড়াই চালিয়ে যেতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর