সপ্তাহিক লকডাউনের দিনে পথ কুকুরের খাবারের ব্যবস্থা

জ্যোতির্ময় মন্ডল,এনবিটিভি,পূর্ব বর্ধমান:
লকডাউনের দিনে বুধবার দুপুরে পথ কুকুর দের খাবারের ব্যবস্থা করলেন মন্তেস্বর গ্রামের কয়েক জন গৃহবধূ বর্ণালী কুন্ডু,বুল্টি চক্রবর্তী,উত্তরা মন্ডলরা। তারা জানিয়েছেন প্রতিদিন বাজারে বিভিন্ন দোকান থেকে খাবার পেতো ওই কুকুরেরা কিন্তু লকডাউনের দিনে তা পাচ্ছে না।তাই এই দিন মাংস ভাতের ব্যাবস্থা করে পথ কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Latest articles

Related articles