টোকিও অলিম্পিকে স্থান পেলেন কোন কোন ভারতীয়?রইল একনজরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Tokyo-Olympics-960x570

করোনা আবহে এবার হচ্ছে টোকিও অলিম্পিক। আর এবারে ১০০ জনেরও বেশি ভারতীয় ক্রীড়াবিদ টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। এর মধ্যে রয়েছে দুটি রিলে এবং দুটি হকি দল। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে , টোকিও গেমসে অংশ নিতে চলেছেন দেশের ১২৬ জন অ্যাথলিট। তাঁদের সঙ্গে ৭৫ জন সাপোর্ট স্টাফও যাচ্ছেন বলে জানানো হয়েছে।

দেখে নিন কোন বিভাগ থেকে কে কে সুযোগ পেয়েছেন এবারের অলিম্পকে:

তিরন্দাজঃ তরুণদীপ রাই, অতনু দাস, প্রভীন যাদব, দীপিকা কুমারী।

অ্যাথলেটিকসঃ কেটি ইরফান, সন্দীপ কুমার, রাহুল রোহিলা, গুরপ্রিত সিং, ভাবনা জঠ, প্রিয়াঙ্কা গোস্বামী, অবিনাশ সাবলে, মুরালি শ্রী শঙ্কর, এমপি জাবির, নিরজ চোপড়া, শিবপাল সিং, অন্নু রানী, দ্যুতি চন্দ, কমলপ্রীত কৌর, সীমা পুনিয়া।

ব্যাটমিন্টনঃ পিভি সিন্ধু, বি সাই প্রনিথ, সাত্বিকসেইরাজ রানকিরেড্ডি, চিরাগ শেট্টি।

বক্সিং: বিকাশ কৃষ্ণান, লভলিনা বারগোহিন, আশিস কুমার, পূজারানী, মেরি কম, অমিত পাঙ্ঘাল, মনিষ কৌশিক, সিমরঞ্জিত কৌর।

অশ্বারোহীঃ ফাউয়াদ মির্জা।

ফেন্সিং: ভবানী দেবি।

গলফঃ অনির্বাণ লাহিড়ী, উদয়ন মানে, অদিতি অশোক।

জিমন্যাস্টিকঃ প্রনতি নায়েক।

হকিঃ মেনস ন্যাশনাল টিম, ওম্যানস ন্যাশনাল টিম। মনপ্রিত সিং, রানী রামপাল।

জুডোঃ সুশীলা দেবি লিক্সমাবেম।

রোয়িং: অর্জুন জাট, অরবিন্দ সিং।

সেইলিং: নেথরা কুমানান, বিষ্ণু সারাভানান, কেসি গণপতি, বরুণ ঠক্কর।

শ্যুটিং: অঞ্জুম মৌডগিল, অপুর্বি চান্দেলা, দিব্যংশ সিং পানওয়ার, দীপক কুমার, তেজস্বিনী সাওয়ান্ত, সঞ্জীব রাজপুত, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, মনু ভাকেরম যশশ্বীনি সিং দেশওয়াল, সৌরব চৌধুরী, অভিষেক বর্মা, রাহি সারনোবত, চিঙ্কি যাদব, অঙ্গদ বীর সিং বাজওয়া, মৈরাজ আহমেদ খান।

সাঁতারঃ সাজান প্রকাশ, শ্রীহরি নটরাজ, মানা প্যাটেল।

টেবিল টেনিসঃ সারথ কমল, সাথিয়া নানাসেকরন, সুতীর্থ মুখার্জী, মনিকা বাত্রা।

টেনিসঃ সানিয়া মির্জা।

ভারোত্তলকঃ মিরাবাই চানু।

কুস্তিঃ সোনম মালিক, সীমা বিসলা, বিনেশ ফোগাট অনশু মালিক, রবী কুমার দাহিয়া, বজরঙ পুনিয়া, দীপক পুনিয়া।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর