ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ মাইল ফলক পার, টিকার উপর নজর সরকারের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

চলছে করোনা পরীক্ষা।
চলছে করোনা পরীক্ষা।

এনবিটিভি ডেস্কঃ  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ভারতে দৈনিক কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৩ লক্ষ মাইল ফলক অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩১৭৫৩২ জন ব্যাক্তি সংক্রমণের খবর পাওয়া গেছে।

সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯২৪০৫১ জন, যা গত ২৩৪ দিনের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ৪৯১ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। সাথে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৮৭৬৯৩ তে পৌঁছেছে, আজ সকাল 8 টায় আপডেট তথ্যে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ভারতে করোনাভাইরাসের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৯২৮৭ জনকে সনাক্ত করা হয়েছে। বুধবার থেকে ওমিক্রন মামলায় ৩.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

১৯ জানুয়ারি পর্যন্ত মোট ৭০৯৩৫৬৮৩০ জনকে নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে গতকাল ১৯৩৫১৮০ জনকে নমুনা পরীক্ষা করা হয়েছে।

বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪৭ জন। পজিটিভ রেট নেমে ১৬.৯৮ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে যা ছিল প্রায় ৩০ শতাংশেরও বেশি। রাজ্যে টিকা প্রদানের উপর সরকার বিশেষ নজর রেখেছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর