যুব এআইইউডিএফের কাজে সন্তুষ্টি প্রকাশ দলের সুপ্রিম বদরুদ্দিন আজমলের

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): এআইইউডিএফের যুব শাখার কাজে সন্তুষ্টি প্রকাশ করলেন এআইইউডিএফ সুপ্রিমো, সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। গত সোমবার দিসপুর বিধায়ক আব্দুর রহিম আজমলের আবাসে যুব এআইইউডিএফের কেন্দ্রীয় কমিটির পদাধিকারীদের সাথে এক বৈঠকে বসেন দলের সুপ্রিমো, সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আইনজীবী আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক করিম উদ্দিন বড়ভুইয়া (সাজু)। এই সভায় যুব শাখার সাংগঠনিক বিষয়ে বিস্তর আলোচনা করা হয় এবং যুব শাখাকে শক্তিশালী করে তুলতে দীর্ঘ আলোচনা করেন আজমল। উক্ত সভায় মাওলানা বদরুদ্দিন আজমল কেন্দ্রীয় যুব শাখার কঠোর পরিশ্রমের জন্য অভিভূত হয়ে তাদের সফল রাজনৈতিক ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে সাংগঠনিক সম্পাদক আইনজীবি আমিনুল ইসলাম যুব শাখাকে দলের হয়ে কাজ করার ক্ষেত্রে এবং দলকে আরো শক্তিশালী করতে উৎসাহিত করেন।

এদিনের সভায় যুব শাখার পক্ষে উপস্থিত ছিলেন যুব শাখার কেন্দ্রীয় সভাপতি জেহেরুল ইসলাম, সহ সভাপতি সামসুজ্জামান সিদ্দিকী, প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুম খন্দকার, সম্পাদক জাকির হুসাইন কাজী প্রমুখ৷

Latest articles

Related articles