এনবিটিভি, মালদা: মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে যদুপুর বাসস্ট্যান্ডের এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ সহ থেকে দুষ্কৃতীকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতের নাম বাবুল সেখ(৪৪), নওদা যদুপুর এলাকার বাসিন্দা।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, গভীর রাতে দুষ্কৃতীমূলক কাজের উদ্দেশ্যে ওই ওই যুবক এলাকায় উপস্থিত হয়েছিলেন। ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ
শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ।