বাবরি মসজিদ ধ্বংসের পর দাঙ্গা : তিন দশক বাদে কর্নাটকে গ্রেপ্তার একজন

৩১ বছর পর বাবরি মসজিদ ধ্বংস ও দাঙ্গার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ।

সোমবার (১ জানুয়ারি)  হুবলি জেলা থেকে পুজারি(৫১) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এই ব্যক্তি মসজিদ ধ্বংস ও দাঙ্গায় জড়িত ছিলেন সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রেনুকা সুকুমার 

তাকে সোমবার আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় অভিযুক্ত পূজারির বয়স ছিল ২০ বছর।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সমালোচনা নেমেছে বিজেপি। তাদের অভিযোগ হিন্দুত্ববাদী কর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে তুলে ধরতে এই গ্রেপ্তার করা হয়েছে।

এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এদিনই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”দোষীদের সঙ্গে কী করা উচিত? তাদের খোলামেলা ভাবে ঘুরতে দেওয়াই কি ঠিক? আমরা পুলিশকে বলেছিলাম, পুরনো মামলাগুলির মীমাংসা করতে। ঘৃণার রাজনীতি আমরা করি না। পুলিশ আদালতের নির্দেশেই যা করার করেছে। নিরপরাধদের গ্রেপ্তার হতে হবে, এমন পদক্ষেপ আমরা কখনওই করি না।”

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। আর সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শ্রীকান্তর বিরুদ্ধে। আর তা নিয়ে রামমন্দির উদ্বোধনের আগেই নয়া তরজা বিজেপি-কংগ্রেসের।

মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য ও শীর্ষ নেতা লাল কৃষ্ণ আদভানি, মুরালি মনোহর যোশী, সাবেক মন্ত্রী উমা ভারতী ও কল্যাণ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

Latest articles

Related articles