পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাংক হচ্ছে কলকাতা মেডিক্যাল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200706-WA0026

এনবিটিভি ডেস্ক: করোনা সংক্রমণের সঙ্গে লড়াইয়ের জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক হতে চলেছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে স্বাস্থ্যভবনে। রবিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে এই বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান প্রসূন ভট্টাচার্য বলেন, “কিছুদিন আগেই আমরা প্লাজমা সংগ্রহ করা শুরু করেছি প্লাসমা থেরাপির স্বার্থে। এখন সরকারি নির্দেশে প্লাজমা ব্যাঙ্ক তৈরির কাজ শুরু করতে চলেছি। এর জন্য অনেক বড়সড় পরিকাঠামো দরকার। সেই পরিকাঠামো কীভাবে তৈরি করা হবে, তার-ই পরিকল্পনার কাজ আমরা শুরু করেছি। আগামীর দিকে তাকিয়ে এটি একটি বড়সড় ভাবনা।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর