প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনা চেয়ে লালপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন।

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_903978670078857

শিমুল আলী,
স্টাফ রিপোর্টার নাটোরঃ-

প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের নিদারুন অর্থকষ্ট লাঘবে প্রধানমন্ত্রী বরাবরে প্রণোদনা প্রাপ্তির প্রত্যাশায় দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে নাটোরের লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ( ১১ জুলাই) লালপুর উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটন, সাধারন সম্পাদক রাজিব হোসেন, আসলাম হোসেন, সাইফুল ইসলাম, সামসুদ্দিন সুমন প্রমুখ।
মানববন্ধনকালে বক্তারা বলেন, করোনা প্রার্দুভাবের পর থেকে কেজি স্কুল গুলো বন্ধ রয়েছে। শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল নিবেদন দ্রুত আমাদের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণোদনার মাধ্যমে তাদের কষ্ট লাঘবের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর