৫৮ হাজার কোটি টাকা খরচে ‘জলস্বপ্ন’ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200704-WA0030

এনবিটিভি ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে৷ এর জন্য ৫৮ হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার৷ এ দিন নবান্নে ‘জলস্বপ্ন’ নামে এই প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর ফলে ২ কোটি পরিবার উপকৃত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু ২ কোটি পরিবারের কাছে পাইপলাইন বসিয়ে পরিশ্রুত জল পৌঁছনোর ব্যবস্থা করা হবে, তাই এই প্রকল্পের কাজ শেষ হতে ৫ বছরের সময়সীমা ধার্য করা হয়েছে৷ বেশ কয়েকটি পর্যায়ে রাজ্য জুড়ে এই কাজ শেষ করা হবে৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প যে তৃণমূলের বড় অস্ত্র হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘জলের আর এক নাম জীবন৷ জল ধরো জল ভরো প্রকল্পে আমরা খুব ভাল কাজ করছি৷ এই প্রকল্পের কাজ শেষ হলে মা বোনেদের আর দূর থেকে জল টেনে আনতে হবে না৷’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ৫৮ হাজার এই প্রকল্পের কাজ করতে গিয়ে গ্রামীণ এলাকাগুলিতে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে৷ ফলে প্রচুর ছেলে মেয়ের চাকরিরও সুযোগ হবে৷ গ্রামাঞ্চলের ব্যাপক আর্থিক এবং সামাজিক উন্নয়ন হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর