কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৫ তৃণমূল কর্মী, আহত আরো ৪ জন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210410_114132

নিউজ ডেস্ক : চলমান বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রথম থেকেই বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ ছিল। বহু জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিও দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর প্রকাশ্যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে বলছেন। এবার চতুর্থ দফার ভোটগ্রহণপর্ব চলাকালীন বিনা প্ররোচনায় গুলি করে ৫ তৃণমূল কর্মী হত্যা করেছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিনা প্ররোচনায় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরো ৪ জন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনা কোচবিহারের শীতলকুচিতে। মাথাভাঙার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৫। এলাকায় সকাল থেকে কোনও উত্তেজনা না থাকা সত্ত্বেও গুলি চালিয়েছে বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।

 

বহু জায়গায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন সিআরপিএফ যতদিন না বিজেপির হয়ে কাজ করবে ততদিন আমরা তাদের বিরুদ্ধে বলতে থাকবো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন কমিশন এই ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় বাহিনীর কাছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর