সুখবর! করোনা ভ্যাকসিনের আবিষ্কার হয়েছে ভারতে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200718-WA0003

এনবিটিভি: শুক্রবার হরিয়ানার রোহতকে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করল ভারত বায়োটেক। ওই প্রতিষেধকের নাম দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ টুইট করে একথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, এদিন তিনজনের ওপরে ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে। কারও শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। কিছুদিন আগেই মানবদেহে কোভ্যাক্সিন পরীক্ষার জন্য ড্রাগ রেগুলেটরের ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। দেশে এখন সাতটি অ্যান্টি করোনা ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার মধ্যে দু’টি ভ্যাকসিন মানবদেহের ওপরে পরীক্ষার অনুমতি পেয়েছে। জুলাইয়ের শুরুতে জাইদাস নামে এক সংস্থা কোভিড ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরুর অনুমতি পায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর