ISF থেকে তৃণমূলে যোগ দিলেন বেশ কিছু নেতা কর্মী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

11311ad26f11

নিউজ ডেস্ক : ভোট শুরু হওয়ার পরও দলবদলের খেলা অব্যাহত বাংলায়। প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন। আগামী ১ লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগেই সংযুক্ত মোর্চার শরিক দল আইএসএফ থেকে একদল নেতা যোগ দিলেন শাসক শিবিরে। রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন তাঁরা।

সোমবার যাঁরা ঘাসফুলে যোগ দেন, তাঁদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সহ–সভাপতি হাজি মহম্মদ। তিনি ছাড়াও আরও কয়েকশো আইএসএফ কর্মী যোগ দেন এদিন। এদিন তৃণমূল ভবনে ছিলেন বন্দর এলাকার প্রভাবশালী কংগ্রেস নেতা শাকিল আহমেদও। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফিরহাদ বলেন, ‘‌সিপিএম–এর কাছে আত্মসমর্পণ করেছে আইএসএফ। যে সিপিএম–এর বিরুদ্ধে একসময়ে মমতা ব্যানার্জি লড়েছেন, আজ তাদের সঙ্গে হাত মিলিয়েছে আব্বাস সিদ্দিকি।’‌

 

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌গেরুয়া শিবিরকে একমাত্র আটকাতে পারেন মমতা ব্যানার্জিই। আজ যে নরেন্দ্র মোদি ক্ষমতায় আছে, তা সম্পূর্ণ কংগ্রেসের অপদার্থতার কারণে। গুজরাট মামলায় অমিত শাহের বিরুদ্ধে সঠিক পদ্ধতিতে তদন্ত হলে আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।’‌

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর