আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ মমতার, নয়া মুখ্যসচিব দ্বিবেদী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Alapan-Banerjee

মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিবের পদে এলেন হরেকৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিলেও বড় পদ পাচ্ছেন বলে খবর। তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্র সচিবের পদে এসেছেন বিপি গোপালিকা। মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আলাপনের মতো যোগ্য একজন প্রশাসককে কোনও ভাবেই ছেড়ে দেওয়া যায় না। যে কারণে তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হওয়ার পাশাপাশি প্রশাসনিক প্রশিক্ষণের দায়িত্বেও থাকবেন। একই সঙ্গে মমতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “আমি চাইলে ওকে বলতেই পারতাম যে তুমি থেকে যাও। তাতে কেন্দ্র কিছু করতে পারত না।”

কিন্তু, আলাপন নিজেই অবসর নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন বলে এ দিন জানান মমতা। যে কারণে তাঁর ইচ্ছেকেই প্রাধান্য দিয়েই অবসর নিতে সায় দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, আমি আমার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি উনার কর্মজীবনের দুর্দান্ত কাজ করেছেন। তাঁর কথায়, “আমাদের আলপনকে খুব বাজেভাবে প্রয়োজন। উনি অবসর নিয়েছেন কিন্তু আমি ওনাকে সচিবালয় ছেড়ে দিতে যাচ্ছি না।” এর ফলে আলাপন আর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে রইলেই না। এখন তিনি বর্তমানে শুধুমাত্র রাজ্য সরকারের একজন কর্মী হয়ে রইলেন। কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন মমতা। আগামী ৩ বছরের জন্য তাঁকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে বলে খবর।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর