পিয়ালী থেকে চুরি হওয়া দেড় মাসের পুত্রসন্তান ৩০ ঘন্টার মধ্যে উদ্ধার পুলিশের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

VideoCapture_20210210-214328

 

হাসিবুর রহমান,জীবনতলা :

মাত্র দেড় মাসের এক পুত্রসন্তান কে চুরি করে নিয়ে চম্পট দিল এক মহিলা। আর সেই ঘটনার মাত্র ৩০ ঘন্টা ব্যবধানে শিশুপুত্র কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিল ঘুঁটিয়ারী শরিফ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীক ফারুক রহমান জমাদার ও তাঁর ষ্পেশাল পুলিশ টীম। উল্লেখ্য এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের বাঁশড়া গ্রাম পঞ্চায়েতর পূর্ব পিয়ালী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে পিয়ালীর বেগমপুর দুইশো কলোনি গ্রামের বাসিন্দা শুভ ব্যানার্জী। তাঁর স্ত্রী সুনীতা ও দেড় মাসের এক পুত্রসন্তান সুদীপ কে নিয়ে সংসার। শুভ ব্যানার্জী একটি মাশরুমের ফার্মে কাজ করতেন। আর কাজের সুবিধার জন্য স্ত্রী ও দেড় মাসের পুত্রসন্তান কে নিয়ে পূর্ব পিয়ালি গ্রামের এক ভাড়া বাড়িতে আসে। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন তার পাশের ঘরে পাপিয়া রাউত নামে অপর আর এক মহিলা ভাড়া থাকতেন। পাপিয়া রাউত উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার ভান্ডারখালি এলাকার বাসিন্দা। গত প্রায় আড়াই মাস আগে এই এলাকায় ভাড়া বাড়িতে আসেন পাপিয়া রাউত। তিনি কলকাতায় পরিচারিকার কাজ করতে যেতেন। সোমবার দুপুরে শুভ ব্যানার্জী ও তার স্ত্রী সুনীতা কাপড় জামা পরিষ্কার করে উঠানে শুকনো করার জন্য মেলছিলেন। অভিযোগ সেই সময় দেড় মাসের সুদীপ কান্নাকাটি করছিল। কান্নাকাটি ঠেকানোর জন্য পাপিয়া রাউত দেড় মাসের শুভ কে কোলে তুলে নেয়। আর কাপড় জামা রৌদে মেলে সুনীতা ঘরের মধ্যে ঢুকে যায় সংসারের কাজ কর্ম করার জন্য।কিছুক্ষণ পরে সুনীতা তার দেড় বছরের সুদীপ কে দেখতে না পেয়ে খোঁজ করেন। জানতে পারেন ভাড়াটে পাপিয়া রাউত ও দেড় মাসের সুদীপ ঘরের মধ্যে নেই।তখন তারা খোঁজা খুঁজি শুরু করেন। বিস্তর খোঁজাখুঁজির পর সুদীপকে না পেয়ে তার পরিবারের সদস্যরা ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। চলে পুলিশের চিরুনি তল্লাশি। শিশু সন্তান সুদীপ ব্যানার্জী, সে হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে শিশুটির পরিবারের সকলে। আর এমন ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রায় ৩০ ঘন্টা পর অভিনব কায়দায় দেড় মাসের শিশুকে উদ্ধার করে ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শহর একটি টিম। শিশু সন্তানকে তার পরিবার পেয়ে কান্নায় ভেঙে পড়েন এদিন রাতে পুলিশ শিশুর মায়ের কোলে ফিরিয়ে দেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর