রাস্তার অবস্থা চরম বেহাল, আন্দোলনে আসামের ছাত্র যুব ফেডারেশন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200723-WA0017

এনবিটিভি, জামিল হোসেন, ২৩ জুলাই, আসাম: আসামের কানাইবাজার আজিমগঞ্জ থেকে পাথারকান্দি পর্যন্ত রাস্তার বেহাল দশা সহ্য করতে না পেরে আবারো আন্দোলনে নামলেন সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসা এবং ছাত্র যুব ফেডারেশনের কর্মকর্তারা এই উপলক্ষে বুধবার আট নং জাতীয় সড়কের এই বেহাল অংশে কঠোর প্রতিরোধ তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা রাজ্য সরকার ও স্থানীয় বিধায়কের বিরুদ্ধে নানা মন্তব্য করেন তারা এবং রাস্তা অনিদৃষ্ট কালীন সময়ের জন্য অবরোধ করা হয় ।পরে পাতারকান্দি সার্কেল অফিসার ,এবং পাতার কান্দি থানার অসি , উনারা কথা দেন যে- আগামী দু-একদিনের ভিতরে ৮ নং জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু হবে ,পরিশেষে উনাদের অনুরোধে এদিনের অবরোধ প্রত্যাহার করা হয়। সেখানে এই প্রতিবাদে প্রতিবাদকারীদের মধ্যে উপস্থিত ছিলেন “আমসার” সভাপতি মওলানা ওয়াহিদুজ্জামান, জেলা আমসার সভাপতি -মনির উদ্দিন, ছাত্র যুব ফেডারেশনের সভাপতি:- মাসুদ আহমদ, করিমগঞ্জ জেলা আমসার সহ-সম্পাদক আরিফ উদ্দিন। তাছাড়া এই প্রতিবাদে-ছিলেন আসিমগঞ্জ জেলা পরিষদ এর সদস্যা এডভোকেট মমতাজ বেগম ও অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সচিন সাহু, প্রমূখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর