SI কেলেঙ্কারির তদন্ত নিয়ে অসন্তুষ্ট কংগ্ৰেস, DGP-কেও তদন্তের আওতায় আনার দাবী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201017-WA0071

এনবিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম, করিমগঞ্জ): বহুল চর্চিত অসম পুলিশের এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির সাথে জড়িত দালালদের গ্রেফতার করছে সিআইডি। সদ্য সিআইডি-র জালে পড়েছেন করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণ৷ কিন্তু সিআইডি-র তদন্তে সন্তুষ্ট নয় বিরোধী দল কংগ্ৰেস৷ তদন্তের দায়িত্ব ন্যায়ালয়ের কৰ্তব্যরত বিচারপতিকে দেওয়ার দাবী বিরোধী দলপতি দেবব্ৰত শইকীয়ার৷

বিরোধী দলপতি দেবব্ৰত শইকীয়ার এই দাবীর পাশাপাশি কংগ্ৰেসি বিধায়ক জাকির হুসেইন শিকদার দাবী করেন – “DGP-কেও তদন্তের আওতায় আনতে হবে। পুলিশের প্রধান এই কেলেঙ্কারিতে জড়িত নয়, তা কে বলবে? তাঁকেও তদন্তের আওতায় আনা হোক। তদন্তের আওতায় আনলেই যে দোষী হয়ে যাবেন তা নয়। পুলিশ পুলিশের তদন্ত করলে কোন ফলাফল বেরোবে না, তা নিশ্চিত।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর