ক্ষমতায় এলে রাজ্যে সবাইকে নগত ৫০০০ টাকা, নির্বাচনী প্রতিশ্রুতি কংগ্রেসের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

CongressFlags1

নিউজ ডেস্ক : ভোট যতই এগিয়ে আসছে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। আর ভোট প্রস্তুতির সব থেকে গুরত্বপূর্ণ অংশ হলো নির্বাচনী প্রতিশ্রুতি। অনেকেই অনেক অবাস্তব প্রতিশ্রুতি দিয়েই থাকেন অবলীলায় তবে অনেকে তা একটি কাট ছাঁট করে পরবর্তীতে পালন করার চেষ্টা করে। রাজ্যে সব রাজনৈতিক দল নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে বামফ্রন্টের সুজন চক্রবর্তী বলেছেন তারা ক্ষমতায় আসলে সব শূন্য পদ পূরণ করবেন। এবার তাদের শরিক দল কংগ্রেস প্রতিশ্রুতি দিল তারা ক্ষমতায় আসলে সবাইকে মাসে ৫০০০ টাকা করে অর্থ সাহায্য করা হবে।

এমন উদ্যোগ যে আদৌ অবাস্তব তা নয় কারণ এমন প্রকল্প চালু আছে ছত্রিশ গড়ে। যেখানে কংগ্রেসের সরকার আছে। এর আগে এবারের নির্বাচনে তৃণমূলের সম্ভাব্য মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি অবশ্য বছরে ৭৫ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তা ফেরত নেওয়াই উত্তম মনে করে। কারণ মোদি ২০১৪ নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেক ভারতীয়কে ১৫ লক্ষ করে টাকা দেওয়া, বছরে ২ কোটি করে চাকরি দেওয়া, ডলারের দাম টাকার দামের সঙ্গে সমান করা, পেট্রো পণ্যের দাম ৪০ টাকার নিচে নিয়ে আসা ইত্যাদি কিন্তু মোদি এগুলোর একটাও পূরণ করা তো দুরস্ত পরবর্তীতে স্বীকারও করেনি এই সব প্রতিশ্রুতির কথা। ভুয়া নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপিকে কেউ টপকাতে পারবে না। এমনটা বোঝা যায় বিজেপি নেতা এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকারির কোথায়। তিনি কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে বলেন, আমরা ভেবেছিলাম আমরা নির্বাচনে জিততে পারব না তাই আমাদের মানুষের মন জয় করতে ইচ্ছা মতো প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর