আলোচিত সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ শুরু।।
নির্বাহী সম্পাদকঃ আবরার ফাহাদ
এনবিটিভি নিউজ ডেস্কঃ
ভারতের বহুল আলোচিত বাবরি মসজিদের ধ্বংস করার পর সেখানে চলতি মাসে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হচ্ছে।।
পৃথিবীর এই ক্লান্তিকর পরিস্থিতির মধ্যেও আগামী ১০ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিতর্কিত এই মন্দির নির্মাণের কাজ।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, মন্দির নির্মাণে নরেন্দ্র মোদি ঘোষিত ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে শিবের আরাধনা হবে। তারপর শুরু হবে মন্দির নির্মাণের কাজ।।
আনুষ্ঠানিকভাবে ১০ই জুন সকাল ৮টা থেকেই কাজের উদ্ভোদন করা হবে বলে জানা গেছে।