মোঃ আরিফুল ইসলাম(চকরিয়া প্রতিনিধি)
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী-০২(ওয়ার্ড়) মরহুম মাওলানা আব্দুর রশিদ (রহঃ) এর সড়কের বেহাল অবস্থা। টানা তিনদিন বৃষ্টিপাতে রাস্তাটি অচল অবস্থায় পরিণত হয়েছে। এতে স্থানীয় জনসাধারণ করোনার এই মহাসংকটে চলাচল করতে কষ্টকর হয়ে যাচ্ছে।এই রাস্তা দিয়ে প্রায় ৫০ হাজার মানুষের যাতায়ত। করোনার এই সংকটে হাসপাতালে রুগী নিতেও হিমশিম খাচ্ছে।
স্থানীয়রা জানান,গত জানুয়ারী থেকে রাস্তাটি নতুন রেলের রাস্তার জন্য খুলা হয়েছে। রেলের রাস্তার কাজ সম্পন্ন হলে রাস্তাটি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে রেলের প্রজেক্ট শেষ হতে ৩ থেকে ৪ বছর লাগতে পারে। তাহলে এই এলাকার জনসাধারণ কি এতদিন এই সংকটেই থাকবে।
স্থানীয়রা আরো জানান, এই রাস্তাটি মেরামত করে দিতে স্থানীয় মেম্বারদের সাথে কথা বলেছিলেন। তারা কোনো ধরনের উদ্যোগ নেয় নি।
তাই স্থানীয় জনসাধারণ দ্রুত রাস্তাটির বেহাল অবস্থা ঠিক করতে এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।