নিজস্ব সংবাদদাতা,এনবিটিভি: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি হাসিবুল ইসলাম তার একটি বিবৃতিতে জানান যে, “জলপাইগুড়িতে ওয়াকফ সম্পত্তিতে বিজেপি চারতলা দলীয় অফিস নির্মাণ করার যে সিদ্ধান্ত গ্ৰহণ করেছে তা বন্ধ করতে হবে”। তিনি বলেন যে, “রাজ্য সরকারের দায়িত্ব হল ওয়াফবোর্ডের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি রক্ষা করা। দুঃখজনক যে, পশ্চিমবঙ্গের শাসক দলের অধীনে থাকা পৌরসভা ওয়াকফ সম্পত্তিতে বিজেপির দলীয় অফিস নির্মাণ করার অনুমতি দেওয়া”।
বিজেপি যেখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর সুযোগ পায়, রাজনৈতিক ফায়দার জন্য সেই সুযোগকে কাজে লাগায়। ফলে তাদের জন্য এমন পদক্ষেপ গ্রহণ অপ্রত্যাশিত নয়। কিন্তু বিজেপির বিরুদ্ধে সদা সুর চড়ানোর দাবি করা শাসক দলের অধীনে থাকা পৌরসভার বিজেপির এই পদক্ষেপের অনুমতি প্রদান শুধু বিস্ময়কর নয় হতাশাজনকও বটে। কারণ ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস জড়িত আছে। সেই সম্পত্তির উপর আঘাত হানার অর্থই হল মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসের উপর আঘাত হানা। কারণ ওয়াকফ সম্পত্তি না হস্তান্তর করা যায়, আর না তা কোন ব্যক্তি বা পার্টির দখলে যেতে পারে। কেউ যদি ওয়াকফ সম্পত্তি দখল করার অপচেষ্টা করে তাহলে সরকারের দায়িত্ব সেই সম্পত্তি রক্ষা করার মাধ্যমে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা।
করোনা মহামারী, দীর্ঘ লকডাউন এবং আমফুন ঝড়ের তান্ডবের ফলে পশ্চিমবঙ্গের মানুষ বহুমুখী সমস্যার মধ্যে আছে। এমন সময়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিজেপির এই পদক্ষেপে তৃনমূলের অধীনে থাকা পৌরসভার সম্মতি রাজ্যবাসী, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আরো বেশী হতাশার শিকার করবে। হাসিবুল ইসলাম রাজ্য সরকার, রাজ্য ওয়াকফ বোর্ড ও সুশীল সমাজের নিকট আবেদন করেন যে, বিজেপির উক্ত পদক্ষেপের উপযুক্ত তদন্ত করে সকলেই যেন এই সম্পত্তিতে বিজেপির আগ্রাসন থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসে, কারন এটা তাদের নাগরিক দায়িত্ব।