জামালপুর জেলার ইসলামপুর উপজেলা কাঁসা তৈরীতে বিশ্বজয়:

হাফসা জান্নাত, স্টাফ রিপোর্টার,এনবিটিভি।

ইসলামপুরের কাঁসা বিশ্বজয় করেছে অনেক আগেই। আমাদের জন্মেরও অনেক অনেক আগে থেকেই আমাদের মাটির সন্তানদের হস্তনির্মিত কাঁসার বাসন জয় করে নিয়েছে দেশ-বিদেশের মানুষের হৃদয়। আগের মতো মানুষ আর কাঁসার বাসন ব্যবহার করে না। কাঁসার স্থান নিয়ে নিয়েছে মেলামাইন, কাচ বা চিনামাটির বাসন। অথচ কাঁসার বাসন অনেক নান্দনিক। এর সাথে মিশে আছে আমাদের ঐতিহ্য আর আবেগ এবং গর্ব। ঐতিহ্যবাহি কাঁসা শিল্পের প্রসার এখন আর ততোটা নেই। ইসলামপুরে এই শিল্পকে ধরে রেখেছে কয়েকটি পরিবার এভাবে আবার সবার মাঝে ছড়িয়ে দিতে হবে আমাদের ঐতিহ্য আর গৌরবের কথা। আবার বিশ্বজোড়া ছড়িয়ে যাক ইসলামপুরের বিখ্যাত কাঁসার তৈজসপত্র।

পরিশেষে বলতে চাই

হে পথিক,,
দূর অতীতে দেখ যদি চেয়ে,,
শুনবে কাঁসার সুর,,,
নদীর খেয়ালে ভেঙ্গেছে গড়েছে,,
আমার ইসলামপুর

Latest articles

Related articles